গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়
কলেজ ব্রাঞ্চ রোড, বরগুনা।
: নোটিশ :
এতদ্বারা বরগুনা জেলাধীণ অভ্যান্তরীণ আমন সংগ্রহ কমিটির সম্মানিত সদস্যগনের জ্ঞাতার্থে জানানো যাচেছ যে, আগামী ১০/১২/২০১৭ তারিখ রোজ রবিবার সকাল ৯-৩০ মিনিটের সময় জেলা প্রশাসক, বরগুনা মহোদয়ের সম্মেলন কক্ষে জেলা অভ্যান্তরীণ আমন সংগ্রহ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয় :
১। অভ্যান্তরীণ আমন সংগ্রহ সংক্রান্ত আলোচনা।
২। বিবিধ।
সকার কর্তৃক গঠিত জেলা অভ্যান্তরীণ আমন সংগ্রহ কমিটি নিম্মরুপ :
১। মাননীয় সংসদ সদস্য, বরগুনা-১ ও ২ : উপদেষ্টা।
২। জেলা প্রশাসক : সভাপতি।
৩। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : সদস্য।
৪। জনাব মাওলানা মো: আলতাফ হোসেন, কৃষক প্রতিনিধি : জেলা প্রাশাসক, বরগুনা কর্তৃক মনোনীত সদস্য।
৫। জনাব আলহাজ্ব মো: জাহাগীর কবির
সভাপতি, চেম্বার অব কর্মাস, বরগুনা : জেলা প্রাশাসক, বরগুনা কর্তৃক মনোনীত সদস্য।
৬। জনাব আলহাজ্ব আ: রশিদ কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ
বরগুনা : জেলা প্রাশাসক, বরগুনা কর্তৃক মনোনীত সদস্য।
৭। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বরগুনা : জেলা প্রাশাসক, বরগুনা কর্তৃক মনোনীত সদস্য।
৮। উপ-পরিচালক, বি আর ডি বি, বরগুনা : জেলা প্রাশাসক, বরগুনা কর্তৃক মনোনীত সদস্য।
৯। সভাপতি চালকল মালিক সমিতি : সদস্য।
১০। জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য বিভাগ : সদস্য সচিব।
অনুষ্ঠিত সভার বিষয়ে জেলা প্রশাসক এবং সভাপতি জেলা সংগ্রহ কমিটি বরগুনা মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।
অতএব, সম্মানিত সদস্য বৃন্দকে যথাসময়ে সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(মো: শহিদুল ইসলাম)
জেলা খাদ্য নিয়ন্ত্রক, বরগুনা
ও
সদস্য সচিব
জেলা অভ্যান্তরীণ আমন সংগ্রহ কমিটি, বরগুনা
স্মারকনং-১৩.০৬.০৪০০.০০৮.৪৫.০০৬.১৭-১৮৩৫(১০) তারিখ : ০৭/১২/২০১৭ খ্রি:
অনুলিপি: সদয় জ্ঞাতার্থে/কার্যার্থে প্রেরিত হলো।
১। মাননীয় সংসদ সদস্য, বরগুনা-১ ও ২।
২। জেলা প্রশাসক, বরগুনা।
৩। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনা।
৪। জনাব আলহাজ্ব মো: জাহাগীর কবির,সভাপতি, চেম্বার অব কর্মাস, বরগুনা।
৫। জনাব মাওলানা মো: আলতাফ হোসেন, কৃষক প্রতিনিধি, বরগুনা।
৬। জনাব আলহাজ্ব আ: রশিদ কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ,বরগুনা।
৭। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বরগুনা।
৮। উপ-পরিচালক, বি আর ডি বি, বরগুনা
৯। জনাব মো: মনির হোসেন (লাবলু) চালকল মালিক সমিতির সভাপতি, বরগুনা।
১০। অফিস কপি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক, বরগুনা
ও
সদস্য সচিব
জেলা অভ্যান্তরীণ আমন সংগ্রহ কমিটি, বরগুনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস