Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের দিক নির্দেশনা নোটিশ বোর্ডে লিপিব্ধ রাখা। 

২। জেলার আওতাধীনে ওএমএস বরাদ্দ/বিলির আদেশ পরিমাণ এবং বিক্রি মূল্য নোটিশ বোর্ড লিপিবদ্ধ করা।

৩। জেলায় চাল ও গম এর বাজার দর সংগ্রহ পুর্বক নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া।

৪। সংগ্রহ বিনির্দেশসহ জেলার জন্য সংগ্রহীতব্য খাদ্যশষ্যের পরিমাণ /ক্রয় মূল্য/ক্রয়ের স্থান নির্ধারণ পুর্বক তা যথাযথভাবে প্রচার ও নোপিশ বোর্ডে উপস্থাপন।  

৫। অধীনস্থ কর্মচারীদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিতকরণের কার্যকরী ব্যবস্থা গ্রহন করা, তাদেঁরকে দায়িত্ব পালণে উদ্ধুদ্দ করা।

৬। চালকল আদেশ/২০০৮ অনুযায়ী জেলাধীন চালকলের লাইসেন্স প্রদান, নবায়ন, নমুনা নোটিশ বোডে উপস্থাপন করা।